৬ চৈত্র, ১৪৩১ - ২১ মার্চ, ২০২৫ - 21 March, 2025

কিশোরগঞ্জে আরও তিন থাই গেম ও ভিসা প্রতারক গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 month ago
407


কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আরও তিন থাই গেম ও ভিসা প্রতারককে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সাইবার নিরাপত্তা আইনে সোমবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি সোমবার বিকালে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ।

থানা সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু থাই গেম ও ভিসা প্রতারক রণচন্ডী দক্ষিণ সোনাকুড়ি স্থানে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে এ তিন জন থাই গেম ও ভিসা প্রতারককে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে থাই গেম ও ভিসা প্রতারণার সাথে জড়িত থাকার প্রমাণ থাকায় গ্রেফতারকৃতদের সাইবার নিরাপত্তা আইনে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা কেরানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র ছামিউল ইসলাম (১৯), একই গ্রামের মৃত নুর ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (২২) ও একই গ্রামের লাল মিয়ার পুত্র সাব্বির ইসলাম।

এদিকে এর আগে ক’দিন আগে সাহাবুল নামে একজন থাই গেম ও ভিসা প্রতারককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান- থাই গেম ও ভিসা প্রতারণার প্রমাণ সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করে সাইবার নিরাপত্তা আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও এ পুলিশ অফিসার জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth