২৮ মাঘ, ১৪৩১ - ১০ ফেব্রুয়ারি, ২০২৫ - 10 February, 2025

রংপুর মহানগরীতে ফেন্সিডিল এবং ০১টি প্রাইভেটকার জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক

আমাদের প্রতিদিন
5 days ago
70


মহানগর প্রতিবেদক:

রংপুর মহানগর কোতয়ালী থানা এলাকা হতে ফেন্সিডিল এবং ০১টি প্রাইভেটকার জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার রাত সাড়ে ১১ টায় র‌্যাব-১৩’র একটি দল রংপুর মহানগর তাজহাট থানাধীন মডার্ণ মোড় দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সামনের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার তল্লাশী করে ট্রাভেল ব্যাগের মধ্যে রক্ষিত ২৫৪ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারটি জব্দসহ মাদক ব্যবসায়ী নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম খামার পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে মোঃ সুমন সরকার (৩৭) ও মোঃ ফারুক হোসেন এবং মৃত ছোরাপ আলী’র ছেলে মোঃ রওশন আলী (৪২) কে গ্রেফতার  করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth