নাগেশ্বরীতে প্রথমবারের মতো সকল সাংবাদিকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সাংবাদিকদের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রিন্ট, ইলেক্ট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন অডিটরিয়ামে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রথম পর্বে প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, আরটিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ চঞ্চল, দৈনিক আজকের বাংলা’র জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খাঁন জাহিদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি কীর্তিকা সেন বিল্টু, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, আমারে দেশ এই কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি বাবুল জামান, রিপোর্টাস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনজু, মাইটিভির উপজেলা প্রতিনিধি লতিফুর রহমান লিংকন প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তাদের পেশাগত সততা বজায় রাখার পরামর্শ দেন।
সমাবেশের দ্বিতীয় পর্বে সাংবাদিক জাহিদুল ইসলাম খাঁন জাহিদের সঞ্চালণায় উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট, ইলেক্ট্রক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্টিত হয়। এছাড়াও র্যাফেল ড্র এবং এতে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।