স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি রংপুর বিভাগীয় নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি রংপুর বিভাগীয় নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও সাধারণ সভা আয়োজন করা হয় । গতকাল আলোচনা ও কমিটি গঠনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহীদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির রংপুরের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কেন্দ্রীয় কমিটির নেতা কাজল, ইউসুফ আলী। মজনু তালুকদারকে সভাপতি ও আব্দুল জব্বারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি রংপুর বিভাগীয় ৩ বছর মেয়াদী ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি রংপুর বিভাগীয় সভাপতি মোঃ মজনু তালুকদার, সার্বিক তত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী।