৬ চৈত্র, ১৪৩১ - ২১ মার্চ, ২০২৫ - 21 March, 2025

শাহজালাল বিপণি বিতান ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

আমাদের প্রতিদিন
1 month ago
170


নিজস্ব প্রতিবেদক:

রংপুর নগরীর সাতমাথা আজ (০৮ ফেব্রুয়ারি)  শনিবার শাহজালাল বিপণি বিতান ব্যবসায়ী সমিতির ২০২৫-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচন সমিতির কার্যালয়ে  সকাল ৮টা থেকে বিরতীহিন বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট প্রার্থী ৩০ জন। ১৫টি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২৯ জন প্রার্থী। বিনাপ্রতিদ্বন্ধিতায় ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট কেন্দ্র পরিদর্শন করেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের আমীর এ.টি.এম আজম খান, ৩০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আফজাল, সদস্য কামরুজ্জামান সেলিম, মাহিগঞ্জ বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্জ গোলাম মোস্তফা হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমুখ। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৪৩। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান জুলহাস মিয়া, সদস্য সচিব প্রভাষক আবু সুফিয়ান রাশেদ, সদস্য শাহাবুদ্দিন আহমেদ, তৌফিকুর রহমান তপু, সাগর, শামীম। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth