৬ চৈত্র, ১৪৩১ - ২১ মার্চ, ২০২৫ - 21 March, 2025

সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ২ ভাতিজা আটক

আমাদের প্রতিদিন
1 month ago
117


লালমনিরহাট প্রতিনিধি:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক এমপি মোতাহার হোসেনের ভাতিজা জাহিদুল ইসলাম সজিব ও সাব্বির হোসেনকে আটক করেছে থানা পুলিশ।

আজ (০৯ ফেব্রুয়ারি) রোববার দুপুরে সাব্বির হোসেনকে ওই উপজেলার সানিয়াজান এলাকা থেকে এবং জাহিদুল ইসলাম সজিবকে শনিবার সন্ধ‌্যায় হাতীবান্ধাহাট খোলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত জাহিদুল ইসলাম সজীব বড়খাতা পুর্ব সারডুবি এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে এবং হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সদস্য। অন‌্যদিকে সাব্বির হোসেন  নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ছিলেন।  

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত জাহিদুল ইসলাম সজীব যাত্রাবাড়ির একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহামুদুন নবী বলেন, জাহেদুল ইসলাম সজীবের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে এবং অন‌্য একটি মামলায় সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth