৬ চৈত্র, ১৪৩১ - ২১ মার্চ, ২০২৫ - 21 March, 2025

পেনশনসহ অন্যান্য সুবিধাদি না পেয়ে পরিবার-পরিজন নিয়ে  মানবেতর জীবন যাপন করছেন কর্মচারি ফরিদ উদ্দিন

আমাদের প্রতিদিন
1 month ago
91


সুপ্রীম কোর্টের আদেশ মানছেনা রংপুর সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের দেয়া রায় মানছেনা রংপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এক বছরেরও বেশী সময় ধরে ঘুরছেন রংপুর সিটি করপোরেশনের বাজার শাখার প্রধান অবসরপ্রাপ্ত কর্মচারী মোঃ ফরিদ উদ্দিন আহাম্মেদ। উচ্চ আদালতের রায়সহ বিষয়টি লিখিত আবেদন করে সিটি কর্পোরেশনকে জানানো হলেও কর্মকর্তারা আদালতের আদেশ মানছেন না। এরফলে তিনি অবসর গ্রহণের পর পাওনা পেনশনসহ অন্যান্য সুবিধাদি না পেয়ে বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন কর্মচারি ফরিদ উদ্দিন।

লিখিত অভিযোগে জানাগেছে, ফরিদ উদ্দিন আহাম্মেদ দীর্ঘদিন ধরে রংপুর সিটি করপোরেশনে বাজার শাখার শাখা প্রধান পদে চাকুরী করে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর চাকুরী থেকে অবসর গ্রহন করেন। এরপর অবসর গ্রহনের পর তার প্রাপ্য অবসর গ্রহনের পেনশন,গ্রাচুয়িটি সহ প্রায় ২৪ লাখ টাকা পরিশোধ করার জন্য লিখিত আবেদন করার পর দীর্ঘদিন ধরে পাওনা অর্থ প্রদান করেনি সিটি করর্পোরেশন কর্তৃপক্ষ। দীর্ঘদিন সিটি করপোরেশনের দুয়ারে দুয়ারে ধর্না দিয়েও পাওনা টাকা না পাওয়ায় মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। যার রিট পিটিশন নম্বর ১৩২০৪/২১ইং। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের  মাননীয় বিচারপতি জেড রহমান চৌধুরী ও বিচারপতি জনাব কাজী এবাদত হোসেন ২০২৩ সালের ৫ নভেম্বর তারিখে সিটি করপোরেশনের কর্মচারী ফরিদ উদ্দিনকে রায় ঘোষনার দুই মাসের মধ্যে তার সমুদয় পাওনা পরিশোধ করার নির্দ্দেশ প্রদান করে রায় দেন।

 হাইকোর্ট বিভাগের দুই মাননীয় বিচারপতি মহোদয়ের রায়ের পর সিটি করপোরেশনের কর্মচারী ফরিদ উদ্দিনের পাওনা পরিশোধ না করে রংপুর সিটি করর্পোরেশনের তৎকালিন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে আপীল আবেদন দায়ের করেন। মাননীয় সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এনায়েতুর রহীম গত বছর ২০২৪ সালের ২৪ জানুয়ারী শুনানী শেষে সিটি করপোরেশনের আপীল আবেদন কোন আদেশ প্রদান করা হলোনা মর্মে আদেশ দিয়ে আপীল আবেদন খারিজ করে দেন। যার পিটিশন নম্বর ১১৬৬/২৩ইং। সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আদেশ প্রদানের পর আদেশ নামার কপি নিয়ে রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে আবারো আবেদন করেন অবসরপ্রাপ্ত কর্মচারী ফরিদ উদ্দিন। কিন্তু সুপ্রীম কোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন পর্যন্ত তার পাওনা প্রদান করা হচ্ছেনা বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশনের সচিব জয়শ্রী রানী রায়ের সাথে কথা হলে তিনি বলেন, উচ্চ আদালতের আদেশ সহ আবেদন পেয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth