২৯ আষাঢ়, ১৪৩২ - ১৩ জুলাই, ২০২৫ - 13 July, 2025

অপারেশন ডেভিল হান্ট : রংপুরে গ্রেফতার-১৯

আমাদের প্রতিদিন
5 months ago
272


নিজস্ব প্রতিবেদক:

অপারেশন ডেভিল হান্টের প্রথমদিনেই রংপুর মহানগরীসহ বিভাগে ১৯জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর মধ্যে মহানগরীতে ৫জন ও বিভাগে ১৪জন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়ার অভিযোগ রয়েছে। এরা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী। তিনি জানান, শনিবার দিবাগত মধ্যরাত থেকে আজ রোববার ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাজহাটে দুই এবং কোতোয়ালি, হারাগাছ ও মাহিগঞ্জ থানা এলাকা থেকে একজন করে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানিয়েছেন, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ছয়, দিনাজপুরে তিন, ঠাকুরগাঁও দুই এবং গাইবান্ধা, পঞ্চগড় ও লালমনিরহাট গ্রেফতার করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth