৬ চৈত্র, ১৪৩১ - ২১ মার্চ, ২০২৫ - 21 March, 2025

হিলিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

আমাদের প্রতিদিন
1 month ago
129


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে পৃথক মামলায় তিন জনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলা জাংগই গ্রামের মোকছেদ আলীর ছেলে রেজাউল ইসলাম, গুমড়া গ্রামের কায়েম উদ্দীনের স্ত্রী আয়শা সিদ্দিকা এবং পৌর এলাকার দক্ষিন বাসুদেবপুর গ্রামের জামিল মোল্লার মেয়ে মুন্নি বেগম।

আজ রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।

তিনি বলেন, সিআর এবং জিআর মামলার তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে ওয়ারেন্ট ছিলো। এদের মধ্যে সিআর মামলায় রেজাউল ইসলামের ৮ মাস বিনাশ্রম কারা এবং ৮ লক্ষ টাকা জরিমানা হিসেবে সাজাপ্রাপ্ত ছিলো। অন্য জন আয়শা এবং মুন্নি বেগমের জিআর মামলা ছিলো। গ্রেফতারকৃত আসামীদের রোববার (৯ ওফব্রুয়ারী) সকালে আইনিপ্রক্রিয়া শেষে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth