৬ চৈত্র, ১৪৩১ - ২১ মার্চ, ২০২৫ - 21 March, 2025

হিলিতে ওষুধের ফার্মেসিতে অভিযান, ১৭ হাজার টাকা জরিমানা

আমাদের প্রতিদিন
1 month ago
98


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলির খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাংগাপাড়া বাজারে অভিযান চালিয়ে দুই ওষুধের ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে এ অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, আমাদের অভিযানের নিয়ম অনুযায়ী উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের একটি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনি  প্রিয়া ফামেসিকে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ও ৪০ (গ) এর ধারা মোতাবেক ১০ হাজার টাকা এবং আদর্শ ফার্মেসিকে ২০২৩ এর ৪০ (গ) ধারা মোতাবেক ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth