৬ চৈত্র, ১৪৩১ - ২১ মার্চ, ২০২৫ - 21 March, 2025

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের পদযাত্রা ও সমাবেশ

আমাদের প্রতিদিন
1 month ago
141


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে "জাগো বাহে তিস্তা বাঁচাই" স্লোগানে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে ২ দিন ব্যাপী লাগাতার অবস্থান কর্মসূচীতে সংহতি প্রকাশ করে পদযাত্রা ও সমাবেশ করেছে 'তিস্তা নদী রক্ষা আন্দোলন'। রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় আনুর বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে তিস্তা সেতুর উত্তর পাড়ের নাম ফলক চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন লক্ষিটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তিস্তা নদী রক্ষা  আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল হাদী, ইউপি সদস্য

আব্দুল বাকীসহ স্হানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।   সমাবেশে লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী তার বক্তব্যে বলেন, ভারতের দ্বৈত নীতির কারণে শুষ্ক মৌসুমে  আমরা পানি বঞ্চিত হয়ে খড়ায় পুড়ে মরি, আবার বর্ষাকালে বন্যার অতিরিক্ত পানিতে মানুষ ডুবে মারা যায়। এতে নদী ভাঙ্গন, খড়া, বন্যায় অসহায় নিঃস্ব হয়ে পড়েছে লাখো পরিবার। এরা জীবিকার জন্য আজ রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে গিয়ে রিক্সা চালিয়ে, কুলি কিংবা দিনমজুরি করছে। তাই রংপুর অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এতে লক্ষিটারী ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth