৬ চৈত্র, ১৪৩১ - ২১ মার্চ, ২০২৫ - 21 March, 2025

সারাদেশে ধর্ষনের প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন!

আমাদের প্রতিদিন
1 week ago
31


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

সারাদেশে  ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন  করেছে শিক্ষার্থীরা।

বুধবার উপজেলার সর্বস্তরের সাধারন শিক্ষার্থীদের আয়োজনে পীরগঞ্জ সরকারী শাহ্ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশাল রহমান, লেলিন প্রামানিক, জাকির হোসেন, শুভ মিয়া, সিয়াম হাসান প্রমুখ।

শিক্ষার্থীদের ছয়টি দফা ঘোষনা করেন বিশাল। দফাগুলো হলো ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। ১৫ কার্যদিবসের মধ্যে আসামির শাস্তি নিশ্চিত করতে হবে।

ভুক্তভোগীর পরিবার কোনো প্রকার হেনস্থা, হুমকির শিকার যেনো না হয়  তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র কর্তৃক সকল প্রকার সহায়তা প্রদান এবং ভুক্তভোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করতে হবে। মিথ্যা ধর্ষণ মামলা প্রমাণিত হলে অভিযোগকারী'র বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যাবস্থা  গ্রহণ করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth