৬ চৈত্র, ১৪৩১ - ২১ মার্চ, ২০২৫ - 21 March, 2025

ছ মিল গুড়িয়ে দিয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা শ্রমিকদের মানবেতর অবস্থা

আমাদের প্রতিদিন
1 week ago
81


বদরগঞ্জে মব জাস্টিজের শিকার সেকেন্দার ছ মিল

মাহফুজার রহমান,বদরগঞ্জ (রংপুর):

বদরগঞ্জে মব জাস্টিজের শিকার সেকেন্দার ছ মিল । গুড়িয়ে দিয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা । দুই সপ্তাহ আগেও যে জায়গা কাঠ আর কাঠুরীয়াদের বিচরনে সরগরম ছিল, আজ তা নিরব নিথর বিরানভ’মি। বলছি বদরগঞ্জ ডাক্তার পাড়ার সেকেন্দার ছ মিলের কথা । গত ০৫ মার্চ/২৫ ইং তারিখে সারাদিন ব্যাপি ভাংচুর করা হয় ছ মিল। তার যত স্থাপনা সব ভেঙে নিয়ে যায় একদল ছাত্র । ওয়ারেছিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার একদল শিক্ষার্থী  মাদ্রাসার মোহতামিম হাফেজ আজিমুদ্দীন ও কমিটির লোকদের নেতৃত্বে এই  ধ্বংস যজ্ঞ চালায় ।

সরেজমিন ঘুরে জানা যায়, ছ মিলটি সরকারী খাস জমিতে স্থাপিত কিন্তু ওয়ারেছিয়া এতিম খানার কতৃপক্ষ দাবি করছেন ঐ জমি তাদের । এ দু পক্ষের দ্বন্দ হলে ওয়ারেছিয়া সাহেবের ওয়ারিশ ইমরান ওয়ারেছি বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এর প্রেক্ষিতে গত ২৭ সেপ্টেম্বর বদরগঞ্জ থানায় একটি সালিশ বৈঠক বসে , তাতে কোন সুরাহা না হলে পরের দিন ২৮ সেপ্টেম্বর সকালে আবারও বৈঠক বসে কিন্তু তাতেও কোন সুরাহা না হলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছ মিলটি বন্ধ রাখার নির্দেশ দেন। পরে সহকারী কমিশনার (ভুমি) এর স্মরনাপন্ন হলে গত ৫ অক্টোবর উভয় পক্ষ বসলেও কোন সুরাহা হয়নি । ফলে তিনিও মিলটি খোলার ব্যপারে কোন সিদ্ধান্ত দেন নি । পরে রংপুর জজ কোর্টের আদেশ বলে মিলটি চালু করেন সেকেন্দার আলি । এমতাবস্থায় মিলের জায়গা সংক্রান্ত মামলা হলে মামলার বিবাদী মাদ্রাসা কতৃপক্ষ ক্ষীপ্ত হয়ে গত ০৫ মার্চ/২৫ তারিখে মাদ্রাসার ছাত্রদের দিয়ে ছ মিলটি গুড়িয়ে দেন। ছ মিলের যাবতীয় যন্ত্রাংশ লুট হয়ে যায় ।

 ছ মিলের মালিক ৭০ উর্ধ¦ বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলি জানান, তার নিজের কোন জায়গা জমি নেই । অন্যের বাড়ীতে থাকেন, আর এই ছ মিল চালিয়ে তার প্রাত্যহিক সংসার খরচ চালান । কিন্তু তাও আজ আর নাই । এখন তার ঔষধ কেনার টাকা নেই  । উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ।

 মাদ্রাসা কতৃপক্ষের পক্ষে সৈয়দ রেজোয়ান ওয়ারেছি এর সাথে কথা হলে তিনি বলেন ঐ জমি আমাদের, আমরা দখল করেছি ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth