বিরামপুর হাসপাতালে অবহিত করণ সভা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করণ ও পরিকল্পনা সভা করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আরিফুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মণ্ডল, এমটি ইপিআই মাসুদ রানা প্রমূখ।