গোবিন্দগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসার মালিকের ব্যক্তির বিরুদ্ধে মামলা

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজাদুর রহমান (৬৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মামলাটি দায়ের করেন শিশুটির পিতা শাহান শাহ। অভিযুক্ত আজাদুর রহমান উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ সাদ মসজিদ পূর্বপাড়া গ্রামের মৃত আফসার উদ্দীন আহমেদের পুত্র।
থানায় দায়ের করা মামলার সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টোমীর চর ইউপির মাইঝবাড়ী বল্লবপাড়া গ্রামের মজনু মিয়ার পুত্র শাহান শাহ (৪৩) ৩ মাস ধরে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ লিলি মোড় এলাকায় আজাদুর রহমানের বাসা ও দোকান ভাড়া নিয়ে ওষুদের ব্যবসা করে আসছেন। গত ১৬ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে আকাশের অবস্থা খারাপ দেখে শাহান শাহর স্ত্রী ও বাসার মালিকের স্ত্রী বাসার ছাদে শুকাতে দেয়া মরিচ ও হলুদ আনতে যায়। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে আজাদুল রহমান সিড়িঁর গোড়ায় শাহান শাহর শিশু কন্যাকে ঝাপটে ধরে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে তার মা ছাদ থেকে দ্রুত নেমে এলে আজাদুল দ্রুত ঘর থেকে পালিয়ে যায়। এঘটনায় গতকাল বুধবার শাহান শাহ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার বুলবুল ইসলাম বলেন ধর্ষণ চেষ্টার একটি মামলা নেয়া হয়েছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।