৯ বৈশাখ, ১৪৩২ - ২২ এপ্রিল, ২০২৫ - 22 April, 2025

ভূরুঙ্গামারীতে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 month ago
130


আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান (তৌফিক) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলা সদরের ওয়াল্টন মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় মামলা নম্বর ০৫(২)২৫ এর এজাহার নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান (তৌফিক)।

ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ২.৩০ টার দিকে অভিযান চালিয়ে ওয়াল্টন প্লাজার সামন হতে তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে কুড়িগ্রাম কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth