কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলার অয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনীতিবিদ,সাংবাদিক ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আমীর আব্দুর রশিদ শাহ্,এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক মাওলানা আন্তাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতে আমির আব্দুল মুনতাকিম, কিশোরগঞ্জ উপজেলা নায়েবে আমির আখতারুজ্জামান বাদল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম ও ছাত্র সমন্বয়ক আব্দুল মোতালেব। এতে আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জাপার সভাপতি রশিদুল ইসলাম। এছাড়াও ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুধিজনরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।