৯ বৈশাখ, ১৪৩২ - ২২ এপ্রিল, ২০২৫ - 22 April, 2025

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 month ago
88


নিজস্ব প্রতিবেদক:

বেরোবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মানববন্ধন থেকে তারা গণহত্যাকারী এবং ফ্যাসিবাদী ওই দলকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করে। শুক্রবার বেলা আড়াইটায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। এসময় তারা ক্যান্টনমেন্ট না রাজ

পথ, রাজপথ রাজপথ, সেম সেম ক্যান্টনমেন্ট, গণ হত্যার বিচার চাই, আওয়ামীলীগ নিষিদ্ধ করো করতে হবে। দিল্লী না রাজপথ, রাজপথ রাজপথ, দালালী না রাজপথ, রাজপথ রাজপথ বলে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব রহমত আলী, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি) সমন্বয়ক শামসুর রহমান সুমন, জাহিদ হাসান জয়, জাকের হোসেন পাশা, আশিক মিয়া প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শাসমুর রহমান

সুমন তার বক্তব্যে বলেন, ‘ আওয়ামীলীগের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত যে বা

যারাই আওয়ামীলীগকে পুনবার্সিত করার চেষ্টা করবে। তাদেরকে ছাত্র জনতা

প্রতিহত করবে। আওয়ামীলীগ যে গণহত্যা চালিয়েছে বিশ্বে এর আর কোন নজির

নেই। তারা শিশু কিশোর, যুবক , তরুণ, ছাত্র, জনতা, কৃষক মজুরসহ হাজার

মানুষকে হত্যা করেছে। শুধু তাই নয় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সেই

আওয়ামীলীগকে কোনভাবেই বাংলার মাটিতেক পূনর্বাসন করা হবে না।

সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতিক। তাদের যারা কলুষিত করার চেষ্টা

করছে। তাদেরকেও আমরা প্রতিহত করবো

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব রহমত আলী বলেন, ‘

প্রয়োজনে বাংলাদেশের কোটি তরুণ জীবন দিবো। তবু আর জুলাই ফিরতে

দিবো না। ক্যান্টনমেন্টের প্রেস ক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে

জনগণের ইচ্ছানুযায়ী। যারা অপতৎপরতায় লিপ্ত তাদের বিরুদ্ধে আবারও ছাত্র-জনতা

মাঠে দাড়াবে। আওয়ামীলীগকে নিষিদ্ধ করতেই হবে। রক্তের দাগ এখনও শুকায় নি

তাতেই আওয়ামীলীগকে ফেরাতে যারা কলকাঠি নাড়ছেন তাদের বিরুদ্ধে রাজপথে

থাকবো আমরা। গণহত্যাকারীদের বিচার ছাড়া বাংলার জমিনে আর কিছুই মানি

না আমরা।’###

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth