৯ বৈশাখ, ১৪৩২ - ২২ এপ্রিল, ২০২৫ - 22 April, 2025

‘বিশ্ব বিবেক কোথায়?’—রাবিতে ফিলিস্তিন ইস্যুতে হাজারো শিক্ষক-শিক্ষার্থীদের গর্জন

2 weeks ago
92


রাবি সংবাদদাতা:

ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশাল সংহতি সমাবেশ। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সিনেট ভবনের পাশে প্যারিস রোডে অনুষ্ঠিত হয় এ মানবিক জাগরণের আয়োজন।

সমাবেশে দুই হাজারেরও বেশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। এ সময় অনেক বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে একাত্মতা প্রকাশ করেন ফিলিস্তিনিদের সঙ্গে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রকাশক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদারের সঞ্চালনায় সমাবেশে কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফজলুল হক বলেন, “১৯১৭ সালে একটি চুক্তির মাধ্যমে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের পথ খুলে দেওয়া হয়। সেই ছোট্ট রাষ্ট্র আজ দানব হয়ে উঠেছে। গাজাবাসীর উপর চলছে নিষ্ঠুর গণহত্যা। এবার শুধু প্রতিবাদ নয়, চাই প্রতিশোধ। সেই প্রতিশোধ হবে অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “গাজাবাসীর অপরাধ কী? শিশু, নারী ও বৃদ্ধদের উপর হামলা কি কোনো সভ্যতার নিয়ম হতে পারে? আজকের নীরবতা আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না হলে এই ধ্বংসযজ্ঞ একে একে সবাইকে গ্রাস করবে।”

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, “ডেভিল ট্রাম্পের সময় থেকেই এই বর্বরতা আরও বেড়েছে। আমাদের এখনই আমেরিকার পণ্য বর্জনের ঘোষণা দিতে হবে। আজ আমরা দাঁড়াবো না, কাল আর সুযোগ থাকবে না।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের প্রতিষ্ঠান নয়, এটি মানবিকতার দীপ্ত মিনার। ইতিহাস জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তাহলেই আমরা অন্যায়ের বিরুদ্ধে টিকে থাকতে পারবো। জাতিসংঘ কিংবা ওআইসি নয়—এই যুদ্ধ জিততে হলে আমাদের বিবেক আর প্রতিরোধই হবে সবচেয়ে বড় অস্ত্র।”

সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল ইসলাম মাসুদ, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, অধ্যাপক মোছা. ইসমত আরা বেগম, অধ্যাপক আব্দুল আলিম, অধ্যাপক ফরিদুল ইসলাম, অধ্যাপক ড. মাসুদুল হাসান খান মুক্তা, ডেপুটি রেজিস্ট্রার মো. আবৃদুল মালেক এবং দর্শন বিভাগের শিক্ষার্থী মাছুম বিল্লাহ।

সমাবেশজুড়ে উত্তাল স্লোগানে মুখর হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ—“ফিলিস্তিনের লড়াই আমাদের লড়াই”, “গাজা, আমরা আছি তোমার পাশে”, “আর নয় নীরবতা—প্রতিবাদ চাই প্রতিরোধ”।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth