৯ বৈশাখ, ১৪৩২ - ২২ এপ্রিল, ২০২৫ - 22 April, 2025

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

1 week ago
84


(খানসামা ও বীরগঞ্জ)দিনাজপুর:

প্রতিনিধি:"দিনাজপুরের আত্রাই নদী ভাঙ্গন থেকে ফসলি জমি রক্ষা, পথচারী চলাচল দুর্ভোগ, পরিবেশ বান্ধব ঝাড়বাড়ী গড়ার লক্ষ্যে, দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়ী বলদিয়াপাড়া বালুমহাল ইজারা বাতিল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার ঝাড়বাড়ী এলাকার শান্তির মোড়ে ভুক্তভোগী কৃষক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, গড়ফতু উদয়ন ক্লাবের সভাপতি হামিদুর রহমান, ভুক্তভোগী কৃষক মোহাম্মদ নুর আলম, মো. আবু বক্কর সিদ্দিক, শাহজান আলী, সহকারী শিক্ষক মো. মতিউল ইসলাম, জেজে এস এর নির্বাহী পরিচালক মো. ইউসুফ আলী, আশরাফুল ইসলামসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, বিগত দিনে জয়গঞ্জ ঝাড়বাড়ি ঘাট সংলগ্ন আত্রাই নদীর বালু মহলটি  গত দুই বছর জনসাধারণের আন্দোলনের কারণে বন্ধ থাকলেও এবছর নতুন করে আবারো ইজারা দেয়া হয়। ইতিমধ্যে ইজারাদার কর্তৃক ড্রেজার মেশিন নদীতে আনা হয়েছে।

বক্তারা আরো বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে অসংখ্য কৃষকের আবাদি জমি নষ্ট হয়েছে। নদীতে আবাদ করে যারা জীবিকা নির্বাহ করে তাদের জীবিকা বন্ধ হয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সেই সাথে ১০ চাকার ডাম্পট্রাক চলার কারণে ইতিপূর্বে দুর্ঘটনায় চারজন মারা গেছে। ধুলাবালির কারণে এলাকাবাসী চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। বক্তারা অবিলম্বে ইজারা বন্ধের জোর দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth