কুড়িগ্রামে ফ্যাসিবাদ মুক্ত পহেলা বৈশাখ পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্যে দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমক ভাবে ফ্যাসিবাদ মুক্ত পহেলা বৈশাখ পালিত হয়। আজ সকাল ৮ টায় কুড়িগ্রাম নিউটাউন পুকুর পাড়ে আই লাভ কুড়িগ্রাম চত্বরের ভাওয়াইয়া মঞ্চে জেলা প্রশাসক নুসরাত সুলতানা আনুষ্ঠানিক ভাবে দিনব্যাপী বৈশাখী আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অংশনেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি দপ্তর।
মোস্তাফিজুর রহমান ও সোহেল হোসনাইন কায়কোবাদ এর নেত্রীত্বে জেলা বিএনপি তার সহযোগী সংগঠনের সমন্বয়ে পৃথক একটি বর্নাঢ্য র্যালী বের করে শহর প্রদক্ষিণ করে।
বৈশাক উপলক্ষে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে বিসিক একদিনের মেলার আয়োজন করে।