৯ বৈশাখ, ১৪৩২ - ২২ এপ্রিল, ২০২৫ - 22 April, 2025

নতুন রূপে, নতুন নামে চালু হলো কারমাইকেল কলেজের ক্যান্টিন

6 days ago
54


নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ দিন পর নতুন রূপে, নতুন নামে চালু হলো রংপুরের কারমাইকেল কলেজের ক্যান্টিন। রবিবার দুপুরে ক্যান্টিন উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজের সাবেক উপাধক্ষ্য প্রফেসর ড. রেহেনা খাতুন এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারন সম্পাদক রাকিবুস সুলতান মানিক।  এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিলো ক্যান্টিন চালু করা। আমরা সেটি করতে পেরেছি। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন। ক্যান্টিনটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে কলেজ ক্যাফেটারিয়া। ভবিষ্যতে ক্যাফেটেরিয়াকে আরো শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth