তারাগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারন জনগন

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
অন্যায়ভাবে কর্মবিরতির নামে জনগণের সাথে প্রহসন বন্ধের দাবী ও তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের চিকিৎসা প্রদানে অনিহা, সেবাপ্রার্থী মানুষদের হেনস্তা ও চিকিৎসা বিলম্বের প্রতিবাদে তারাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগন ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ নতুন চৌপথী বাসষ্ট্রান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন তারাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ইকরামুল হক, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল আমিন, রুহুল ইসলাম, সাধারন জনতা শামিম ইসলাম, রাব্বিল হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, তারাগঞ্জ উপজেলাসহ আশ-পাশের উপজেলা থেকে প্রতিদিন শত শত মানুষ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। অথচ গত ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল তিন দিন থেকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র্র করে তারা কর্মবিরতি পান করছেন। এতে করে দুর্ভোগে পড়েছে উপজেলার চিকিৎসা নিতে আসা রোগীরা। এসময় তারা আরো বলেন, হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবা না দিয়ে হয়রানি করিয়ে উল্টো মিথ্যা মামলা করারও প্রতিবাদ করেন। উল্লেখ্য যে, গত শুক্রবার সন্ধ্যায় তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে করেজপাড়া এলাকার বাসিন্দা প্রভাষক আতাউর রহমান বুকে ব্যাথা নিয়ে চিকিৎসা নিতে আসেন। এসময় হাসপাতালের কর্মরত চিকিৎসক সাবরিনা মুসরাত মৌ ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তিনি অন্য রোগীর চিকিৎসা সেবা দিতে চলে যান। ওই সময় প্রভাষক আতাউর রহমানের ছেলে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাহমিদ সরকার তুর্য ও রংপুর জেলা বৈষম্যবিরোধী আন্দোলন সদস্য তাওরাতসহ ৪-৫জন ওই চিকিৎসককে গালিগালাজ ও চিকিৎসকের শরীরে আঘাত কেেরছন বলে অভিযোগ এনে তুর্য, তাওরাতসহ ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন চিকিৎসক সাবরিনা মুসরাত মৌ।