৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ - ১৩ জুন, ২০২৫ - 13 June, 2025

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য হলেন সামসুজ্জামান সামু

1 month ago
245


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার শরিফুল ইসলামকে আহবায়ক ও সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এতে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে কেন্দ্রীয় সদস্য মনোনীত করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

এদিকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে রংপুর মহানগর এবং জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন,বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু রাজনীতির বাহিরেও বিভিন্ন ক্রীড়া, সামাজিক, শিক্ষা-ধর্মিয় প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন ধরে জড়িত।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth