পীরগাছায় জমি নিয়ে বিরোধে গ্রামবাসীর নামে একের পর এক মামলা, এলাকায় উত্তেজনা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তালুককান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলার ঘটনায় গ্রামে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ আব্দুর রউফ খান ও তার স্ত্রী রিনা পারভীন পরিকল্পিতভাবে গ্রামের সম্মানিত ব্যক্তি ও সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়াচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রউফ খান তার স্ত্রীকে ব্যবহার করে নারী নির্যাতন, শ্লীলতাহানি, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে নাটক সাজিয়ে মামলা করে আসছেন। এসব মামলায় গ্রামের গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির শিকার হতে হচ্ছে।
২০১৩ সালে এক মামলায় শাহ মোঃ নজরুল ইসলাম (বকু) ও পুলিশের চাকরিতে সুপারিশপ্রাপ্ত মোঃ হামিদুল ইসলামসহ কয়েকজনকে মিথ্যা আসামি করা হয়।
২০২৪ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী মমতাজ বেগম ১৮ শতক জমি তালুককান্দি শাহী জামে মসজিদের নামে ওয়াকফ করেন। পরদিন রউফ খান ভাড়াটে লোকজন নিয়ে জমি দখল করেন এবং দাবি করেন এটি তার পৈতৃক সম্পত্তি। তবে তার দেখানো দলিলটি (নং ৮৩১২/৬৬) রংপুর সাব-রেজিস্ট্রি অফিস ও পিবিআই-এর তদন্তে জাল প্রমাণিত হয়েছে।
২৪ মার্চ ২০২৪ সালে ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ নাজমুল হক খান, সরকারি চাকরিজীবী আনারুল ইসলামসহ বেশ কয়েকজনের নামে হয়রানিমূলক মামলা দায়ের করা হয় (মামলা নং-১৭/২৪)। পরে ১২ সেপ্টেম্বর আরেকটি মামলা দায়ের করা হয় (মামলা নং-২১৫/২৪)।
সর্বশেষ ৪ এপ্রিল ২০২৫, জমি দখলকে কেন্দ্র করে রউফ খান ও তার লোকজন মসজিদ সমর্থক গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে মর্জিনা খাতুনসহ কয়েকজন আহত হন। ওই ঘটনায় স্থানীয় নুরুজ্জামান খান থানায় মামলা করেন (মামলা নং-১৪, তারিখ-০৭/০৪/২০২৫)। একই দিনে রউফ খান পাল্টা মামলা করেন (মামলা নং-১৫/২০২৫)।
বিরোধ নিষ্পত্তিতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কয়েক দফা সালিশ হলেও তা ব্যর্থ হয়। বরং রউফ খান তার স্ত্রীকে দিয়ে নারী নির্যাতনের মামলার হুমকি দেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল ইসলাম বলেন, রউফ খান ও তার স্ত্রী গ্রামের মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যা শান্তিপূর্ণ জীবনকে ব্যাহত করছে।
অভিযোগ অস্বীকার করে রউফ খান বলেন, আমাদের দাবি মিথ্যা নয়। জমি আমাদের, সেটি ফেরত পেলেই সব সমস্যার সমাধান হবে।
পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, মামলাগুলোর তদন্ত চলছে এবং প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।