৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ - ১৩ জুন, ২০২৫ - 13 June, 2025

সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার দুটি গ্রামে ঈদ আজ

1 week ago
44


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার দুটি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হবে, আজ শুক্রবার।

দীর্ঘদিন ধরে এই দুই গ্রামের ৩০টি পরিবারের শতাধিক সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লি একদিন আগেই ঈদ উদযাপন করে আসছেন।

এরমধ্যে শুক্রবার সকাল ৭টায় সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর (ফারাজিপাড়া গ্রামের) পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এতে ইমামতি করবেন মাওলানা সাইফুল ইসলাম। এ তথ্য নিশ্চিত করেছেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু।

অপরদিকে, সকাল ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার একটি অস্থায়ী জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন ওই এলাকার মুসল্লিরা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth