৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ - ১৩ জুন, ২০২৫ - 13 June, 2025

চামড়া পাচার রোধে হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

6 days ago
53


হিলি প্রতিনিধি:

আর এক দিন পরেই কোরবানির ঈদ। এই কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সাথে হিলি সীমান্তের বিভিন্ন স্থানে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। ঈদের দিন থেকে ঈদের পর ৭ দিন কঠোর নজর দারিতে থাকবে এই সীমান্ত এলাকা।

শুক্রবার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল দৌলা।

তিনি বলেন, চামড়া দেশের রপ্তানিযোগ্য একটি পণ্য। যেহেতু চামড়ার চাহিদা রয়েছে বিভিন্ন দেশে তাই সীমান্ত দিয়ে চোরাকারবারিরা যেন ভারতে অবৈধভাবে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শুধু কোরবানি পশুর চামড়া পাচার ঠেকাতে নয় সীমান্তে সবধরনের অপরাধ মোকাবিলায় বিজিবি সব সময় সর্তক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth