৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

লালমনিরহাটে ঘুমন্ত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

1 month ago
53


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঘুমন্ত এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল কুদ্দুস নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার(১১ জুন) বিকেলে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক কামাল হোসেন(৩৮) ওই গ্রামের ফজর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীৃযরা জানান, দিনভর ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরে বিকেলে বাড়ির পিছনে বাঁশ বাগানে ব্রেঞ্চে শুইয়ে ঘুমিয়ে পড়েন কামাল হোসেন। এ সময় পুর্ব শত্রুতার জেরে প্রতিবেশী আব্দুল কুদ্দুসের ছেলে হাফিজুল ইসলাম(২৪) কুড়াল দিয়ে মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। পরে হাফিজুলের ভাবি ফুলবানু বেগম দেখতে পেয়ে চিৎকার দিলে সবাই এগিয়ে এসে কামালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে হাফিজুলের বাবা কুদ্দুসকে আটক করে থানা হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শী ফুল বানু বলেন, বাড়ির গেট খুলতে দেখি হাফিজুল কুড়াল দিয়ে কামালের মাথায় কোপ দিয়ে পালাচ্ছে। পরে সবাই মিলে কামালের মাথা থেকে কুড়ালটা সড়িয়ে তাকে হাসপাতালে পাঠাই।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, মৃত কামাল হোসেনের লাশ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুলের বাবা কুদ্দুসকে থানা হেফাজতে নেয়া হযেছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth