৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

জনসমর্থন থাকলে কেউ পালায় না যারা বড় বড় কথা বলেছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে .....এ টি এম আজাহারুল

1 month ago
74


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটি এম আজাহারুল ইসলাম বলেছেন, আমি বিনা দোসে ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে আমার এলাকায় এসেছি। এ জন্য আমার সংসদীয় আসন রংপুর-২ তারাগঞ্জ-বদরগঞ্জ এলাকাবাসিসহ দেশবাসীকে ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন আর স্বাধীন বাংলাদেশেই আছি। গতকাল বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কারামুক্তি উপলক্ষে  তারাগঞ্জ উপজেলার জামায়েত আয়োজিত ‘শুকরানা ও ঈদ পূর্নমিলনী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে তিনি আরো বলেন, জনসমর্থন থাকলে নাকি কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। আমিও পালাইনি আর আমাদের কেউ পালায়নি। আমাদের মীর কাসিম আলীর যখন মামলা শুরু হয় তখন তিনি ছিলেন আমেরিকায়। উনাকে বলা হয়েছিলো আপনি আসবেন না। উনি বলেছিলেন আমি তো কোন অপরাধ করিনি। আমি আমার জন্মস্থানেই মরব। উনি দেশে আসলেন। আর যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছে তারা করতেই পারে। কিন্তু যারা বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার।  তিন কিলোমিটার দুর থেকে তারা নাকি আমাকে দেখেছেন এটা কিসম্ভব। যারা স্বাক্ষী দিয়েছেন তারা মিথ্যা স্বাক্ষী দিতেই পারেন। বিচারপতির বিবেক গেল কোথায়। তাদের বিবেক ছিল অন্য জায়গায়, বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে, থাকবে ততদিন মানুষ সুবিচার পাবে না। আল্লাহর রহমত ৫ আগস্ট এর পর বিচার বিভাবে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, রংপুর দিনাজপুর অঞ্চল জামায়াতের সহকারি সেক্রেটারী জেনারেল ও পরিচালক মাও. আব্দুল হালিম, কেন্দ্রী কর্ম পরিষদের সদস্য ও সহকারি পরিচালক মাও. মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগরের আমীর উপাধ্যক্ষ এ টি এম আজম খাঁন,  অধ্যাপক গোলাম রব্বানী, ও রংপুর জেলা শাখার সেক্রেটারী মাও. এনামুল হক প্রমুখ। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth