৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

তারাগঞ্জের আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

3 weeks ago
228


ভারতে চিকিৎসার জন্য যাবার সময়

তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি :

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা ও তিনবারের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ( ৫৪) কে গ্রেপ্তার করেছে যশোর ইমিগ্রশন পুলিশ। ্গত রোববার  ২২ জুন সন্ধ্যায় যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় আনিছুর রহমান লিটনকে গ্রেপ্তার করা হয়। জানাগেছে, বোববার সন্ধ্যার আনিছুর রহমান লিটন ও তার বড় ভাই আনারুল ইসলাম সহ তাাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য মাইক্রোবাস যোগে যশোরে র বেনাপোলে যান। সেখানে ইমিগ্রশনে পাস পোট জমা দিলে তার পাসপোটটি স্টপ লিস্টে থাকায় পুলিশ গ্রেপ্তার করেন। পরে তারা খোজ খবর নিয়ে নিশ্চিত হন রংপুর সদরের কোতোয়ালি থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা থাকায আনিছুর রহমান লিটনকে বেনাপোল ইমিগ্রশন পুলিশ কতৃক গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোট থানায় হন্তান্তর করেন। বেনাপোাল থানার ওসি রাসেল মিয়া জানান, গ্রপ্তার রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান  ইকরচালি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত আব্দুর সাত্তারের ছেলে। রংপুর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা থাকায় কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth