৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

1 week ago
86


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি সমবায় সমিতির কার্যালয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা গোবিন্দগঞ্জ পৌর শহরের হিরকপাড়া এলাকায় ভাই ভাই সমবায় সমিতির কার্যালয়ে এ অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- পৌর শহরের বুজরুক বোয়ালিয়া হিরকপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে ভাই ভাই সমিতির পরিচালক চিহ্নিত সুদারু সন্ত্রাসী আজাদ মিয়া (৫২), আলেছ হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২৮), আসাদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫) এবং মৃত মোজাম্মেল হকের ছেলে আসাদুল ইসলাম (৬১)। গ্রেপ্তারকৃত আজাদসহ ওই ৪ সন্ত্রাসী দীর্ঘদিন থেকে ভাই ভাই সমিতির আড়ালে সুদের কারবারসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজ করে আসছিল বলে এলাকার লোকজন জানান।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদেরকে থানায় হস্তান্তর করার পর এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth