৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

পীরগঞ্জ সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফের

1 week ago
84


পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৬ বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার বিকেলে বিজিবি আটক কৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করে।

শনিবার ভোর রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা সীমান্তের ৩৩৬/৬এস পিলার এলাকা দিয়ে তাদের জোর করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় বিএসএফ। এ সময় সীমান্তেই বিজিবি তাদের আটক করে।

আটকরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাডাঙ্গা গ্রামের হবিবুর রহমানের ছেলে সজীব হোসেন (৩০), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), তার ২ শিশু সন্তান ইয়ানুর ইসলাম (০৮) সাদিয়া খাতুন (০১)। নড়াইল জেলার কালিয়া উপজেলের সাতবাড়ীয় গ্রামের সিদ্দিক মোল্লা ছেলে ইকরাম মোল্লা (৩১), ও তার বোন কহিনুর বেগম (৩০)। তার দুই বছর পূর্বে কাজের সন্ধ্যানে স্বপরিবার ভারতের গিয়েছিল।

বৈরচুনা বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার জামাল উদ্দীন জানান, ভারতে'র বসবাসরত বাংলাদেশি ২ টি পরিবারের নারী ও শিশুসহ ৬ জনকে রাতের আধারে উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেয় ভারতের পুরানগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটক ৬ জনের মধ্যে ২ জন শিশু ২ জন নারী ও ২ জন পুরুষ।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth