২৭ ভাদ্র, ১৪৩১ - ১১ সেপ্টেম্বর, ২০২৪ - 11 September, 2024
amader protidin

শাশুড়িকে নিয়ে জামাই লাপাত্তা

আমাদের প্রতিদিন
1 year ago
243


সিরাজগঞ্জ প্রতিনিধি:

বিয়ের দেড় মাস পর শাশুড়িকে নিয়ে লাপাত্তা হয়ে গেছে জামাই।এ ঘটনা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে ঘটেছে। জানা যায়, মন্টু খার ছেলে সুলতান খা (২৫) গত ২ মাস পূর্বে ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের আলম ও হাফিজা দম্পতির মেয়ে আশাকে (১৮)। বিয়ের ২ মাস পর আপন মেয়ের জামাই সুলতানের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন শাশুড়ি হাফিজা (৩৮)।

এদিকে হাফিজার স্বামী আলম, মেয়ে আশা ছাড়াও ১৫ বছরের ১টি ছেলে রয়েছে। স্থানীয়রা জানায়, আশার সঙ্গে বিয়ের পূর্বেও শাশুড়ি হাফিজা ও মেয়ের জামাই সুলতানকে একই ঘর থেকে অপ্রীতিকর অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দিয়ে আশার সঙ্গে সুলতানের বিয়ে দেয়া হয়। এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে হাফিজার বাসায় জানতে গেলে কাউকে পাওয়া যায়নি। শাশুড়িকে নিয়ে লাপাত্তার বিষয়ে ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, আমি বাইরে ছিলাম। বাড়িতে এসে জানতে পারলাম সুলতান তার শাশুড়িকে নিয়ে লাপাত্তা হয়ে গেছে। সত্যি এ ঘটনা ন্যাক্কারজনক।

সর্বশেষ

জনপ্রিয়