১৮ কার্তিক, ১৪৩২ - ০২ নভেম্বর, ২০২৫ - 02 November, 2025

বিউপি ও বেরোবির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

23 hours ago
40


বেরোবি প্রতিনিধি :  

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটি ফুটবল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে দুই দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দেয়। নির্ধারিত সময় শেষে খেলা ২–২ গোলে ড্র হয়। পুরো খেলায় বেরোবি এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে বিউপি সমতায় ফেরে। পরবর্তীতে ট্রাইব্রেকারে বিউপি ৫–৪ গোলের ব্যবধানে জয়লাভ করে।

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের স্মরণে আয়োজিত এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী, শহীদ আবু সাঈদের পিতা মো. মকবুল হোসেন, মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম খানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,“আজ যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, তারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আবু সাঈদ ও মীর মুগ্ধ তাঁদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পথ দেখিয়েছেন। আজ আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি। এমন ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার ধারা সৃষ্টি করবে।”

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth