২৪ কার্তিক, ১৪৩২ - ০৮ নভেম্বর, ২০২৫ - 08 November, 2025

গাইবান্ধায় বৃক্ষ রোপন ও পোনা মাছ অবমুক্তকরণ

2 days ago
62


গাইবান্ধা প্রতিনিধি:

‘গাছ লাগান পরিবেশ বাঁচান, পলিথিন প্লাস্টিক বর্জন করুন’ এই স্লোগান নিয়ে গাইবান্ধার চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। বুধবার সকালে গাইবান্ধা শহরের পলাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফারজানা আশরাফী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি গাইবান্ধা শহর সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী, সংগঠনের সভাপতি আব্দুল হাদী সরকার, সদস্য সচিব অধ্যাপক শফিউল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার তফিকুল ইসলাম, শিক্ষক গোলাম কিবরিয়া, আরিফ আলাল প্রমূখ।

শেষে শহরের প্রফেসর কলোনী চাকরিজীবী কল্যাণ সংস্থা সংলগ্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth