কিশোরগঞ্জে ৫ লাখ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দের পর উপজেলা প্রশাসন তা পুড়িয়ে ধ্বংস করেছে।
সোমবার দিনব্যাপী উপজেলা সদর ইউনিয়নের ক্যানেলের বাজার, চ্যাংমারী,জোড়া ব্রিজ সহ ৬ টি স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।
ইউএনও জানান, উপজেলার উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে দেশীয় মাছের পোনা ও অন্যান্য ক্ষুদ্র জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইউএনও আরও জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।