১৮ অগ্রহায়ণ, ১৪৩২ - ০২ ডিসেম্বর, ২০২৫ - 02 December, 2025

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

14 hours ago
395


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে রংপুরের গঙ্গাচড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার মন্থনারহাট ঐতিহাসিক ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনালে রংপুর সদর ও পীরগঞ্জ উপজেলা অংশগ্রহণ করে।

খেলায় রংপুর সদর উপজেলা দল ১-০ গোলে পীরগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন লিজু,

রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শরিফ নেওয়াজ জোহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান রঞ্জু, সদস্য সচিব বুলবুল, উপজেলা তাঁতী দলের সভাপতি হাসান আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন।

খেলার শুরুতে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজক জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মুক্তির আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা শুধু দলের নয়, গণতন্ত্রকামী সকল মানুষের জন্য আশার আলো। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth