২০ আশ্বিন, ১৪৩১ - ০৫ অক্টোবর, ২০২৪ - 05 October, 2024

মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ

আমাদের প্রতিদিন
1 year ago
182


ক্রীড়া ডেস্ক:

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে এশিয়া সফর করবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। সেখানে চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা।

আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা লিওনেল মেসিদের।

এবার আর্জেন্টিনা ফুটবলের পক্ষ থেকে এক টুইটবার্তায় নিশ্চিত করা হয়েছে সফরের চূড়ান্ত সূচি। আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন মেসিরা। তিনদিন পর (১৯ জুন) জাকার্তায় ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

প্রসঙ্গত, জুনের উইন্ডোতে বাংলাদেশে আসার ব্যাপারে আলোচনা অনেকদূর এগিয়েছিল মেসির আর্জেন্টিনার। তবে ভেন্যু প্রস্তুত করতে না পারায় সে সফর স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

তবে জুলাই মাসের শুরুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ঢাকা আসার কথা রয়েছে। কলকাতা সফরের আগে একদিনের জন্য ঢাকা ঘুরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth