সরকারি নিবন্ধন পেলো পীরগাছার জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
সরকারি নিবন্ধন পেয়েছেন পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লিমিটেড। সোমবার স্থানীয় সমবায় দপ্তর থেকে এ সমিতিটিকে সরকারি নিবন্ধন দেয়া হয়। এর আগে সম্প্রতি জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন থেকে এ সমিতির কার্যক্রম চলমান থাকায় সকল কার্যক্রম শেষে উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ শামসুন্নাহার বেগম এ সমিতির নামে নিবন্ধন দেন। নিবন্ধনের কপি গ্রহন করেন সমিতির হিসাব সহকারি সুজা মিয়া। এসময় কান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, সহকারি সমবায় কর্মকর্তাদ্বয় ও সমিতির কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কান্দি ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪টি গ্রামের মানুষকে নিয়ে জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লিমিটেড গঠন করা হয়।