গঙ্গাচড়ায় অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা
নির্মল রায়, গঙ্গাচড়া (রংপুর):
রংপুরের গঙ্গাচড়ায় অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২ জুন) রাত ১১টায় গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুর রউফ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর চৌধুরীহাট দোলাপাড়া এলাকার জাকির হোসেন (৩৭), ময়না বেগম (৪০) ও মীরকুলাল (৪৫) নামে তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার (৩ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন।
তিনি জানান, রংপুর নগরীর সিও বাজার এলাকার মাহবুবুর রহমান (৭০) বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর গ্রামের চৌধুরীহাট দোলাপাড়া এলাকার আশরাফুলের (৪০) কাছে ৭৫ শতক জমির বায়নাপত্র দলিল করেন। এতে উল্লেখ থাকে ছয় মাসের মধ্যে জমির সকল টাকা দিয়ে আশরাফুলের কাছে জমি দলিল করে নেবে মাহবুব। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও মাহবুব টাকা পরিশোধ করে জমি দলিল নিতে পারেনি। শুক্রবার আশরাফুল তার জমিতে গাছ লাগাতে গেলে মাহবুব গঙ্গাচড়া থানায় অভিযোগ দেয়। অভিযোগ তদন্তে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ সদস্যরা দোলাপাড়া এলাকায় গেলে এলাকাবাসী তদন্তে বাঁধা দেয় এবং পুলিশ সদস্যদের কাছে থাকা অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে চার পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে থানা থেকে আরও পুলিশ গিয়ে আহত এসআই রাব্বীসহ ৪ পুলিশ সদস্যকে উদ্ধার করে। এ সময় এলাকাবাসীর সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের উপর হামলার ঘটনায় রাতেই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।