অসহায় ও দু:স্থ মানুষের মাঝে চেক বিতরণ,মোতাহার হোসেন এমপি
লালমনিরহাট (হাতীবান্ধা) প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধার উপজেলায় অসহায় ও দু:স্থ মানুষের মাঝে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতারণ অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ জুন শুক্রবার) সকাল ১২ ঘটিকার সয়ম উপজেলা পরিষদ মিলনায়তনে এই উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও হাতীবান্ধা পাটগ্রাম এর সংসদ সদস্য মোতাহার হোসেন।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন,সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু,টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহআলম,সমাজ সেবা অফিসার মাহাবুর আলম,কৃষি অফিসার সুমন মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।