তারাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে বিতরন ও উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার উর্মি তাবাস্সুম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়ামিন, ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী ও হাইব্রিড জাতের প্রণোদনা বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে শুভ উদ্বোধন করেন অতিথিরা।