২১ বৈশাখ, ১৪৩১ - ০৪ মে, ২০২৪ - 04 May, 2024
amader protidin

লালমনিরহাটে বৃষ্টির জন্য কাঁদলেন হাজারও মুসল্লি

আমাদের প্রতিদিন
1 week ago
29


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জুড়ে চলছে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত৷অতিষ্ঠ মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল। এর পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তওবা,ইস্তিস্কার নামাজ ও দোয়া আদায় করেছেন এলাকাবাসী। এ সময় হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা  করেন বড়খাতা নূরানী জামে মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল হুদা। হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার ব্যবসায়ী ও ওলামা সমিতির  উদ্যোগে এই নামাজ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সকাল সাড়ে ১০ থেকে বড়খাতা উচ্চ বিদ্যালয়ে মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য কান ধরে তওবা করেন। পরে টুপি ও পাঞ্জাবি  উল্টে  সালাতুল ইস্তিস্কার নামাজ ও পরে দুই হাত উল্টে  ঘন্টা ব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লি আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে মোনাজাত করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়