২১ বৈশাখ, ১৪৩১ - ০৫ মে, ২০২৪ - 05 May, 2024
amader protidin

গঙ্গাচড়ায় সম্প্রীতির গ্রাম গঠনের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
59


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় একটি উদার, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির গ্রাম গঠনের লক্ষ্যে সকল অংশীজনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দি হারমনী ভিলেজ টিম এর আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বিষয়ের আলোকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। সভায় সভাপতিত্ব করেন দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহমুদা বেগম শরিফা। দি হারমনী ভিলেজ টিম এর সদস্য রায়হান কবীরের সঞ্চালনায় সভায় বাস্তবায়িত একটি উদার, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির গ্রামের গল্প উপস্থাপন করেন দি হারমনী ভিলেজ টিম এর সদস্য রিফাত আফছানা। এছাড়া সভায় মতামত ও পরামর্শমূলক বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল বারী স্বপন, শিক্ষক হরেন চন্দ্র রায়, যুব সদস্য আয়শা সিদ্দিকা মনিষা, দি হারমনী ভিলেজ টিম এর সদস্য সুমাইয়া জাবিন ইরা, সাদিয়া ফেরদৌস প্রমূখ। এসময় উপজেলার  বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়