১০ চৈত্র, ১৪২৯ - ২৪ মার্চ, ২০২৩ - 24 March, 2023
amader protidin

বিরলে মধু আহরণকালে ১ ব্যক্তির মৃত্যু

আমাদের প্রতিদিন
1 month ago
285


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে মৌচাক হতে মধু আহরন করতে গিয়ে আব্দুল জলিল (৬০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার বিকালে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে আব্দুল হাকিম এর বাড়িতে এঘটনা ঘটে। মৃত আব্দুল জলিল একই ইউনিয়নের কমলপুর গ্রামের আব্দুল কাদের এর ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল জলিল একই ইউনিয়নের ইসলামপুর গ্রামে মৌচাক কেটে মধু আহরণকালে মৌমাছির ছোবলে পরে যায়। পরক্ষনে স্থানীয়রা উদ্ধার কালে হৃদক্রীয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম।   

সর্বশেষ

জনপ্রিয়