১০ চৈত্র, ১৪২৯ - ২৪ মার্চ, ২০২৩ - 24 March, 2023
amader protidin

ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
1 month ago
104


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মৃতের নিজ বাড়ির আঙ্গিনার একটি আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ঘোড়াঘাট পৌরসভার মহুয়ারবাগ এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। পুলিশ জানায়, মৃতের পরিবারের লোকজনের নিকট জানা গেছে তিনি প্রায়ই নেশা করতেন। গতকাল রাত আনুমানিক আড়াইটা থেকে ৩ টার দিকে তিনি বাড়ির উঠানের একটি আমগাছে গলায় ফাঁস দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি যখন বাড়ি থেকে বের হোন তখন বিষয়টি কারও নজরে আসেনি। ভোরবেলা তার মেয়ে প্রকৃতির ডাকে সারা দিতে বাহিরে আসলে সর্ব প্রথম মরদেহটি চোখে পরে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, আমরা জানতে পেরেছি সংসারের অভাব-অনটন ও হতাশাগ্রস্থ হয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং কারও কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়