৯ বৈশাখ, ১৪৩২ - ২২ এপ্রিল, ২০২৫ - 22 April, 2025

খলেয়া ইউনিয়নের ফকিরপাড়া রাস্তার ইটের সলিং কাজ শুরু

1 week ago
51


আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:

 রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরপাড়ার রাস্তায় ইটের সলিং কাজ শুরু৷  আজ ফকিরপাড়া মদারছের হোসেন এর বাড়ি থেকে স্কুলগামী যাওয়ার পর্যন্ত রাস্তার ইটের সলিং এর কাজ উদ্বোধন করেন অত্র ওয়াডের ইউপি সদস্য আব্দুল মাজেদ৷ রাস্তাটি দীর্ঘদিন পর  কাদা মুক্ত হলো৷ ইউপি সদস্য  আব্দুল মাজেদ বলেন নির্বাচনের সময় কথা দিয়েছিলাম আমি বিজয়ী হলে রাস্তাটি করে দেবো তা আমি করে দিলাম৷  এলাকাবাসী অনেক খুশি তাদের আর কাঁদা দিয়ে চলাচল করতে হবে না৷ অত্র এলাকার বাসিন্দা গৌতম ,সুমন ,আফজালুল ও বাবু সাংবাদিককে বলেন প্রথম শ্রেণীর ইট দিয়ে ইউপি সদস্য আব্দুল মাজেদ রাস্তাটি করে দিলেন আমরা অনেক খুশি আর আমাদেরকে হাটু জল দিয়ে চলাচল করতে হবে না৷ এদিকে ইউপি সদস্য আব্দুল মাজেদ বলেন আমার ওয়াডে বাকি যা কাজ আছে তা আমি শেষ করে দিব৷

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth