৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

"ভিসি না গেলে আমরা উঠবো না" — কুয়েটের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

2 months ago
194


রাবি সংবাদদাতা:

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরাও অনশনে নেমেছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে রাবির প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কুয়েট শিক্ষার্থীরা আন্দোলনে একদিন পার করলেও এখনও কর্তৃপক্ষ দাবি মানেনি। এই অবিচারের প্রতিবাদেই এবার রাবির শিক্ষার্থীরাও মাঠে। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন:

"কুয়েটের ভিসি এখনো পদত্যাগ করেননি, তাই আমরাও রাস্তায়। এই অনশন কেবল তাদের নয়, আমাদেরও লড়াই।"

আইবিএ ইনস্টিটিউটের শিক্ষার্থী আতাউল্লাহ বলেন: "আমরা এক দফা দাবিতে অনশনে বসেছি—ভিসির পদত্যাগ ছাড়া কোনো আপস নয়।" সাবেক আন্দোলন সমন্বয়ক সালাউদ্দিন আম্মার হুঁশিয়ারি দিয়ে বলেন: "আজ বিকাল ৩টার মধ্যে কুয়েট ভিসি পদত্যাগ না করলে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করা হবে।" তিনি আরও জানান, এটি শুধু কুয়েটের আন্দোলন নয়—এটি সারাদেশের শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth