৬ কার্তিক, ১৪৩২ - ২১ অক্টোবর, ২০২৫ - 21 October, 2025

রংপুরে পত্রিকা এজেন্ট আনোয়ারকে মারপিটের অভিযোগ

19 hours ago
32


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে নীলকন্ঠ সোঠাপীর মাজার এলাকায় প্রতিপক্ষ কতৃক বসতভিটা জমির সিমানা প্রাচীর ভাংচুরের প্রতিবাদ করায় রংপুর প্রেসক্লাবের সাবেক পত্রিকা এজেন্ট আনোয়ারকে মারপিটের অভিযোগ উঠেছে।

কোতয়ালী থানার অভিযোগ সুত্রে যানাজায়, সিমানা প্রাচীর নিয়ে দন্ড থাকায় গত ১৮ অক্টোবর সকাল ১০টায় প্রতিপক্ষ আফজাল হোসেন গং সাবল, হাতুরী, কুরাল দিয়ে জমির মালিক রেজওয়ানুল ইসলামের সিমানার পাকা ইটের প্রাচীর ভাংচুর করতে থাকে। এ সময় জমির মালিক রেজওয়ানুল ইসলামের চাচা পত্রিকা এজেন্ট আনোয়ার হোসেন এগিয়ে এসে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্তহয়ে আনোয়ার হোসেন সহ পরিবারের লোকেদের এলোপাতারী মারপিট করে রক্তাত্ব যখম করে দেয়। এ ঘটনায় ন্যায় বিচারের দাবিতে গত ১৯ অক্টোবর জমির মালিক রেজওয়ানুল ইসলাম বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় আফজাল হোসেন, মেরাজুল ইসলাম, মিনারা বেগম ৩ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth