১৯ কার্তিক, ১৪৩২ - ০৩ নভেম্বর, ২০২৫ - 03 November, 2025

হিলিতে র‌্যালী আলোচনাসভাসহ নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন

1 day ago
34


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সেখান থেকে একটি সমবায় র‌্যালী বাহির হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth